মিয়ানমারের সীমান্তে তীব্র গোলাগুলি

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
মিয়ানমারের সীমান্তে তীব্র গোলাগুলি
ছবি- সংগৃহীত

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের প্রভাবে কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সীমান্ত এলাকা মর্টারশেল ও গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে থেমে থেমে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় এসব গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সীমান্তবর্তী বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ সময় মিয়ানমার থেকে ছোড়া কয়েকটি গুলি সীমান্তবর্তী বসতঘরের টিনের চালা ভেদ করে ঘরের ভেতরে ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। তারা নিরাপত্তা জোরদার ও দ্রুত সরকারি উদ্যোগ দাবি করেছেন।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানিয়েছেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত সীমান্তের ওপার থেকে মর্টারশেল নিক্ষেপ ও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পরিবারসহ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, কিছু গুলি হোয়াইক্যং বাজারসংলগ্ন কয়েকটি বাড়িতে লেগেছে এবং নাফ নদীতে একটি মর্টারশেল বিস্ফোরিত হয়েছে।

গুলিতে ক্ষতিগ্রস্ত বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আবছার বলেন, ভোর থেকেই মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলিমর্টারশেল ফায়ারের শব্দ হচ্ছিল। হঠাৎ করে আমার ঘরের টিনের চালে পরপর দুটি গুলি এসে লাগে। আমরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ি। ফায়ার হলেই বাড়ি-ঘর কেঁপে উঠছিল।

সরওয়ার আলম নামের আরেকজন বলেন, গোলাগুলি শুরু হলে সন্তানদের নিয়ে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিই। হঠাৎ একটি গুলি টিনের ছাউনি ছিদ্র করে ঘরের ভেতরে পড়ে যায়। গুলিটি তখনো গরম ছিল।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে প্রচুর গোলাগুলির শব্দ শোনা গেছেসীমান্তবর্তী কয়েকটি বাড়িতে গুলি এসে পড়ার তথ্য পাওয়া গেছেপরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিপি/ এএস