Daily Bangla Post

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব: আসিফ নজরুল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব: আসিফ নজরুল
ছবি- সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম দেখা দিলে তা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভার সময় তিনি এ কথা বলেন। সভা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ড. আসিফ বলেন, ‘আজ প্রথম দিনে দায়িত্ব গ্রহণ করছি। ওসমান হাদীর ওপর হামলার পর দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে আনন্দচিত্তে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তবে দায়িত্বের প্রতি আমি সম্পূর্ণ সচেতন।’

তিনি উল্লেখ করেন, তার পূর্ববর্তী সহকারী উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছেন। তার ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোগও নেবেন।

ড. আসিফের পরিকল্পনা অনুযায়ী, দুই মাসের মধ্যে তার প্রধান লক্ষ্য দুটি হবে—এক, মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম প্রতিরোধ; দুই, ঢাকার বাইরে স্টেডিয়াম ও ক্রীড়া সুবিধাগুলোকে সক্রিয় করে যুবদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা।