1. হোম
  2. সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Bangla Post Desk
রাজবাড়ী সংবাদদাতা
রাজবাড়ী
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি- সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশা এত ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ বলেন, কুয়াশার তীব্রতা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ঘন কুয়াশার প্রভাবে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মাঝনদীতে দুটি ফেরি আটকা পড়েছে।

বিপি/ এএস