মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
ছবি- সংগৃহীত
সিরাজগঞ্জে সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাপমাত্রা আরও কমতে পারে এবং নিয়মিত পর্যবেক্ষণ চলছে।
তীব্র শীত ও কুয়াশার কারণে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনে ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও সূর্যের আলো দেখা মিলছে না। কুয়াশায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, আর বাতাসের তীব্রতায় মানুষজন আরও সমস্যায় পড়েছেন।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এত শীতে মাঠে কাজ করা অনেক কষ্টকর হয়ে গেছে। দুই হাত ও পা বরফের মতো হয়ে যাচ্ছে।’
বিপি/ এএস
ট্যাগ:
শীত