1. হোম
  2. সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

Bangla Post Desk
রাজবাড়ী সংবাদদাতা
রাজবাড়ী
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু
ছবি- সংগৃহীত

ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশা এত ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া বলেন, নদীর অববাহিকায় কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

বিপি/ এএস