ভিক্ষুকের টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
কুমিল্লার তিতাসে ভিক্ষুকের টাকা ছিনতাই করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় মঙ্গলকান্দি গ্রাম থেকে মো. ফারুক সরকার (৪৫) আটক করা হয়। তিনি মঙ্গলকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জগতপুর-মঙ্গলকান্দি ব্রিজের ওপর ভিক্ষুক আমির হোসেন (৭০) ও তার স্ত্রী সেলিনা আক্তারের (৫৫) কাছ থেকে সারাদিনে উপার্জিত ৯০০ টাকা ছিনতাই করা হয়। ভিক্ষুক দম্পতি বিষয়টি স্থানীয়দের জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিক্ষুক আমির হোসেন বলেন, ‘তাদের বলা হয়েছিল, ‘ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না’। আমরা অনেক কান্নাকাটি করেছি, তবু টাকা ফেরত দেওয়া হয়নি।’
গ্রেফতারকৃত ফারুক সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। পূর্ব শত্রুতার কারণে আমাকে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্তের দাবি জানাই।’
এলাকাবাসী জানান, ফারুক এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী ও কারবারি।
তিতাস থানার ওসি আরিফ হোসেন বলেন, ‘ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে।’
বিপি/ এএস