নিজেই পোস্টার সরালেন আইনজীবী শিশির মনির
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জাসহ বিভিন্ন প্রচার সামগ্রী নামানোর নির্দেশের পর নিজেই নিজের পোস্টার সরিয়েছেন সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌর এলাকায় তিনি নিজের পোস্টার সরান এবং নেতা কর্মীদের নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দেন।
শিশির মনির বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। শুধু এখানে নয়, দুই থানার যেসব এলাকায় আমাদের প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে তা নামানো হচ্ছে।
তিনি বলেন, আচরণবিধি মানা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দিলে তার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ অপসারণ কার্যক্রম শুরু করেছি। হাতে সময় থাকলেও আইনকে সম্মান জানিয়ে আগেই কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা।
