বিচার চাইলেন সাজিদের বাবা

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি
ছবি- সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

সাজিদের বাবা রাকিব উদ্দীন সন্তানের করুণ মৃত্যুতে প্রশাসনিক বিচার দাবি করেছেন।

তিনি বলেন, আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে, তাতেই সন্তুষ্ট। আমি আমার ফুটফুটে সন্তান হারিয়েছি, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি। এ ঘটনায় একমাত্র অবহেলা হয়েছে, যারা নলকূপ বন্ধ করেছিল না, তারা দায়ী।

পরিবারের সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে তার বাড়ির পাশের মাঠে এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে হাঁটতে গিয়ে সাজিদ একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যান। ফায়ার সার্ভিস ৩২ ঘণ্টার খননের পর শিশুটিকে উদ্ধার করলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

বিপি/ এএস