এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয় হাদির মাথার গুলি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয় হাদির মাথার গুলি
এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের যায় হাদির মাথার গুলি। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের সদস্য ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
 
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
 
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
 
তিনি আরও জানান, হাদির মাথার সিটিস্ক্যান করে গুলির সামান্য একটি অংশ বা ‘পিলেট’ দেখা গিয়েছিল এবং অপারেশনের মাধ্যমে সেই অংশটি বের করা হয়েছে।
 
বর্তমানে হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ৮টা ৫ মিনিটে সেখানে পৌছায়।
 
বিপি/আইএইচ