তারেক রহমান ভোটার কি-না, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বাংলাপোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না- এমন প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, যেহেতু তারেক রহমান নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।
জুলাই গণহত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করা হয়েছে।
বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
