বাংলাদেশপন্থি সবাই নিরপেক্ষ নির্বাচন চায়: সাদিক কায়েম

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
বাংলাদেশপন্থি সবাই নিরপেক্ষ নির্বাচন চায়: সাদিক কায়েম
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

বাংলাদেশপন্থি সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে জামায়েত সমর্থিত প্রার্থী শিশির মনিরের আয়োজনে যুব গণসমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ ও গণ হত্যার বিচারসহ একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিল। তাই নির্ধারিত সময়ে একটি ফ্রি-ফেয়ার নির্বাচন করতে হবে। গত তিন মেয়াদে বিতর্কিত নির্বাচনে দেশের সব মানুষরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এমনটাই প্রত্যাশা।

খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন ফ্যাসিবাদী ব্যবস্থা ও আধিপত্যবাদের বিরুদ্ধ লড়াই করেছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ দোয়া করছে। আমরা আশা করছি, তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়েত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শিশির মিনির, ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা ও শাহীনুর রহমানসহ জামায়েত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।