লন্ডন বা দিল্লিতে বসে রাজনীতি চলবে না: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের মাটিতেই দাঁড়াতে হবে। লন্ডন, দিল্লি কিংবা দেশের বাইরে বসে রাজনীতি পরিচালনার সময় শেষ।
শনিবার (৬ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাকসু ভিপি বলেন, তরুণরা এখন প্রতিবাদ করতে জানে এবং জুলাই আন্দোলন সেই সচেতনতার প্রমাণ দিয়েছে। তবে কাঙ্ক্ষিত প্রত্যাশা এখনো পূরণ হয়নি।
সাদিক কায়েম অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের ‘ফ্যাসিবাদী কাঠামো, শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
নতুন বাংলাদেশ গঠনে ইনসাফের প্রতিনিধিদের বিজয় নিশ্চিত করতে হবে বলে তিনি আহ্বান জানান। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচারের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ‘ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা উচিত এবং অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিখাতের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানের প্রধান বক্তা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দেলাওয়ার হোসেন বলেন, সারা দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘অতীতের স্বৈরশাসকদের মতো আধুনিক সময়েও স্বৈরতন্ত্র টিকতে পারে না। শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে ‘ইনসাফ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে’ বলেও দাবি করেন তিনি।,
অনুষ্ঠানে জেলা ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/ এএস
