টাঙ্গাইলে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ-ভাঙচুর
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বেসরকারি ক্লিনিক ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আনারস চত্বর এলাকায় বিএনপির মনোনয়ন না পাওয়া মোহাম্মদ আলীর সমর্থকরা সমাবেশ করছিলেন। এ সময় দলটির মনোনীত প্রার্থী মাহবুব আনাম স্বপন সমর্থকরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। এতে দুপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ হয়। এ সময় একটি ক্লিনিকসহ ৭-৮টি দোকান ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন, মোহাম্মদ আলীর সমর্থকরা তাদের সমাবেশে তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা বলে। এ সময় স্বপন ফকিরের কর্মী-সমর্থকরা প্রতিবাদ জানায়। একপর্যায়ে মোহাম্মদের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
অন্যদিকে বিএনপির মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলী গ্রুপের প্রধান সমম্বয়ক আনোয়ার হোসেন বলেন, এক সপ্তাহ আগে তাদের পূর্বঘোষিত প্রোগাম ছিল আজকে। স্বপন ফকিরের সমর্থকরা তাদের প্রোগাম প্রতিহত করার জন্য শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাদের লোকজন বিক্ষোভ নিয়ে আনারস চত্বরে গেলে বাঁধা দেয় এবং হামলাসহ ভাঙচুর করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির জানান, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
