বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ নভেম্বর ২০২৫, ১২:২৪ এএম
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আবুল কালাম জহির।ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে  কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গুলির খোসাসহ সড়কের ওপর তার লাশ পড়ে থাকতে দেখা যায়। 

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং মনছুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জানা গেছে, একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষরাই তাকে কুপিয়ে হত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা বলতে পারেননি তিনি। 

লক্ষ্মীপুর সদর সার্কেল রেজাউল হক জানান, আধিপত্য ঘিরেই জহিরকে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে ছোট কাইচারের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল বলে জানা যায়। 

ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ছোট কাউচারকে গ্রেফতারে অভিযান চলছে।