জামায়াতে যোগ দিলেন ২ শতাধিক নেতাকর্মী
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির কসবা উপজেলার নির্বাহী সদস্য যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন ও মজু মেম্বারের নেতৃত্বে বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মী।
শনিবার বিকাল ৪টায় কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনের জামায়াত মনোনিত প্রার্থী আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমির শিবলী নোমানি, সেক্রেটারি গোলাম সারওয়ার।
এমপি প্রার্থী আতাউর রহমান সরকার নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের মানুষ জামায়াতের নেতৃত্বে যেকোনো জোটকে সমর্থন করবে। এদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ভোট দেবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, সাবেক সেক্রেটারি আল আমিন সরকার, সাবেক শিবির নেতা আমীর হোসাইন, ইমরান হোসাইন, মাওলানা আব্দুল হালিম, মনির হোসেন প্রমুখ।
