দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি
ছবি : সংগৃহীত

নিজ জেলা পাবনায় দুদিনের সফরে গিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির দায়িত্ব বুঝে নেয়ার পর এটি তার এখন পর্যন্ত নিজ জেলায় পঞ্চম সফর।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে পাবনার উদ্দেশ্যে রওয়ানা দেন রাষ্ট্রপতি। সকাল ৯টা ৪০ মিনিটে‌ তিনি পৌঁছান পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে।

এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।

এরপর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর চলে যান নিজ বাসভবনের উদ্দেশ্যে।

সেখানে নিকট আত্মীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। এরপর রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।