প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু আজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বড় আকারের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। সম্প্রতি সংস্থাটি রাজস্ব খাতভুক্ত ১০ হাজার ২১৯টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রথম ধাপের বিভাগ ও আবেদনের সময়সীমা
এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে দেশের ছয়টি বিভাগ থেকে প্রার্থীদের বাছাই করা হবে। বিভাগগুলো হলো— রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, ও রংপুর। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শনিবার থেকে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
পদ ও বেতনের তথ্য
- মোট পদ: ১০,২১৯টি (সহকারী শিক্ষক)
- বেতন স্কেল: নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেড অনুযায়ী বেতন ও ভাতাদি পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করা বাধ্যতামূলক:
- প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- সিজিপিএ-এর ক্ষেত্রে, ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.২৫ এবং ৫ স্কেলে ২.৮ থাকা বাধ্যতামূলক।
- তবে, শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
আবেদনের বিশেষ শর্তাবলী
১. বিবাহিত নারী প্রার্থীদের জন্য ঠিকানা: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিবাহিত নারী প্রার্থীরা আবেদন করার সময় তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটি বেছে নিতে পারবেন। তবে, আবেদনপত্রে উল্লেখিত ঠিকানার ভিত্তিতেই তার প্রার্থীতা কেবলমাত্র সেই উপজেলা বা থানার জন্য বিবেচিত হবে।
২. ধূমপান ও মাদক গ্রহণে নিরুৎসাহ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষভাবে জানিয়েছে, ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস রয়েছে এমন প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরীক্ষা পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে:
১. লিখিত পরীক্ষা: প্রথম ধাপে সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
২. মৌখিক পরীক্ষা: কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd) গিয়ে সেখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
