রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
ছবি : সংগৃহীত

রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের আশেপাশে হুট করেই দুটি ককটেল নিক্ষেপ করা হয় গির্জা লক্ষ্য করে। এর ভেতর একটি গির্জার প্রধান ফটকে বিস্ফোরিত হয়। অন্যটি গির্জার ভেতরে গিয়ে পড়লেও সেটি বিস্ফোরিত হয়নি। সেটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে। 

শনিবার (৮ নভেম্বর) সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল গির্জা কর্তৃপক্ষের। সেই অনুষ্ঠান আয়োজনের ঠিক আগের রাতে ঘটে এই ঘটনা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘দুটি ককটেল গির্জার দিকে নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি পুলিশ উদ্ধার করেছে।’

এ ঘটনার পর গির্জার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।