ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৬টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের সরাইল বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. ইউসুফ (৫৫) ও মুসলিম মিয়া (৪৫। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিশ্চিতপুরের বাসিন্দা।

সারইল থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ ঘাতক ট্রাকের চালক মো. রায়হানকে আটক করেছে পুলিশ।