সরোয়ার হত্যায় ‘সরাসরি অংশ নেওয়া’ দুজন গ্রেফতার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
সরোয়ার হত্যায় ‘সরাসরি অংশ নেওয়া’ দুজন গ্রেফতার
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গণসংযোগে গোলাগুলির ঘটনায় নিহত সরোয়ার বাবলার কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‍্যাবের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার রাতে র‌্যাবের বিশেষ টিমের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এখনও পর্যন্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার না করলেও গ্রেফতার দুজন নগরীর আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপের সদস্য বলে জানায় র‌্যাব।

এছাড়া একই দিন রাউজানে ৫ জন গুলিবিদ্ধর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন জায়গা অভিযনের পর চান্দগাঁওের আজীমপুর থেকে এ ২ জনকে গ্রেফতার করা হয়। দুজনেই হত্যা মামলার আট জন আসামির মধ্যে অন্যতম। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো পর্যন্ত কিছু স্বীকার না করলেও গ্রেফতার দুজন নগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ছোট সাজ্জাদের সঙ্গে সরোয়ার বাবলার অপরাধ জগতের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের।

এছাড়া একই দিন রাউজানে ৫ জন গুলিবিদ্ধর ঘটনায় মূল আসামে ইশতিয়াক চৌধুরী অভিসহ ৩ জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছেঅভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল।

এছাড়া বৃহস্পতিবার বায়জিদ এলাকার গোলাগুলিতে এক রিকশাচালক গুলিবিদ্ধ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় রউফাবাদ এলাকা থেকে।

এর আগে গত বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইদিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। এরপর বৃহস্পতিবার নগরীর চালিতাতলীতে এক অটোরিকশাচালকে গুলি করা হয়।