রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরের আগুন নি‌য়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরের আগুন নি‌য়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে সংঘটিত অগ্নিকাণ্ড দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা হ‌য়ে‌ছে। এ নি‌য়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জা‌নি‌য়েছে পরমাণু শ‌ক্তি ক‌মিশন।

বৃহস্প‌তিবার এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বৃহস্প‌তিবার দুপুর ১২ টা ২০ মিনিটে কেন্দ্রের সীমানার বাইরে পদ্মা নদী ও ইছামতী নদীর প্রবাহ সচল রাখার জন্য তৈরিকৃত কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণকালে একটি ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, ওই ঘটনাস্থলে কর্মরত ইমামুল এন্টারপ্রাইজের কয়েক জন শ্রমিক তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকল্পের কন্ট্রোল রুমে জানায়। কন্ট্রোল রুম থেকে দ্রুততম সময়ে প্রকল্পের নিজস্ব ফায়ার ইউনিট, রূপপুর মডার্ন ফায়ার স্টেশন এবং গ্রিনসিটি ফায়ার স্টেশনকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট ফায়ার ইউনিটসমূহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে অগ্নি-নির্বাপণ কার্যক্রম শুরু করে। তাদের কার্যকর পদক্ষেপে মাত্র ৪০ মিনিটের মধ্যে, অর্থাৎ দুপুর ১ টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। দুপুর ১টা ৫০ মি‌নি‌টে নির্বাপণ কার্যক্রম শেষ ঘোষণা করা হয়। এই ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং প্রকল্পের সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত জানার কাজ চলমান আছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ফায়ার সার্ভিস ইউনিট, কর্মী ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।