যারা বিএনপির মনোনয়ন পাননি, তাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,যারা বিএনপির মনোনয়ন পাননি, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, তারা যদি নতুন বাংলাদেশ গড়তে চান, তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি কোনও জোটনির্ভর দল নয়। আমরা আসন বণ্টনের রাজনীতি নয়, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করি। বিএনপি-জামায়াত শেষ পর্যন্ত এনসিপির অবস্থানেই এসে দাঁড়াতে বাধ্য হবে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে হাসনাত বলেন, ‘অস্ত্র, চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ আর বুলেটের বিরুদ্ধে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে গেছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে প্রভাবশালী করেছে, তাদের বিচার একদিন হবেই।’
সভায় চট্টগ্রাম মহানগর এনসিপির সভাপতি মো. সেলিম, দক্ষিণ জেলার আহ্বায়ক মনোয়ার হোসেন, উত্তর জেলার সদস্যসচিব দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
