শ্রমিকদের কর্মবিরতি: রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ


বেতন বৃদ্ধির দাবিতে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করায় রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে তারা কর্মবিরতি পালন করায় বন্ধ হয়ে যায় বাস চলাচল।
এদিকে অবশ্য একতা ট্রান্সপোর্টের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ একটি কোম্পানি ছাড়া সবার বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। অনেকেই বিকল্প ব্যবস্থায় ঢাকা অভিমুখে রওনা হচ্ছে।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে স্টাফদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক ১ হাজার ১০০ থেকে ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা করে পান। তাদের দাবি, প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে ২ হাজার টাকা হতে হবে।
চালকদের ভাষ্য, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে চলতি মাসের ৭ তারিখ থেকে ৯ তারিখ এবং ২৩ আগস্ট বাস বন্ধ চলাচল বন্ধ ছিলো। কর্তৃপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। ওই কারণে আবারও আন্দোলন করতে হচ্ছে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ার দিয়েছেন আন্দোলনকারীরা।
রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সঙ্গে এ নিয়ে দফায় দফায় আলোচনা করা হয়েছে। তারা মাত্র ১০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। কিন্তু শ্রমিকেরা তা মানেননি।