গাইবান্ধায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী ও সৎ ছেলে গ্রেপ্তার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
গাইবান্ধায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী ও সৎ ছেলে গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (৩৫) নামে এক নারীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে তার স্বামী ফরিদ উদ্দীন (৪৫) ও সৎ ছেলে মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার টাওয়ার এলাকা থেকে শিউলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে তার স্বামী ফরিদের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ নিহতের স্বজনদের।

এরপর রোববার ভোরে এক অভিযানে ফরিদ ও তার অন্য স্ত্রীর ছেলে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত শিউলী বেগম ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী। প্রায় ১২ বছর আগে শিউলী ও ফরিদের বিয়ে হয়। ফরিদের প্রথম স্ত্রীর ঘরে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে মনোমালিন্য হচ্ছিলো না ।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শিউলীকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ফরিদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশে কলাবাগানে ফেলে রেখে তিনি গা-ঢাকা দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী ও অন্য স্ত্রীর ছেলেকে বাগদা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।