মাদারীপুরে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম
মাদারীপুরে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধারের খবর জানান শিবচর থানার ওসি মো. আজাহার আলী।

মৃত আব্দুর বারেক ফকির (৭৭) একই গ্রামের আব্দুল ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে বারেকের বাড়ির পাশের আম বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আজাহার আলী বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ঘটনার মৃত্যুর কারণ জানা যাবে।”