পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, সিলেটে যুবক নিহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, সিলেটে যুবক নিহত

সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সুহেল আহমদ (৩০) নামে এক যুবক মারা গেছেন। গুরুতর অবস্থায় প্রায় এক সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে মারা যান সুহেল। ঘটনাটি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সমসখানি এলাকার।

নিহত সুহেল ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়ে তার ছোট ভাই তারেক আহমদ এখনও চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু বিক্রির টাকা নিয়ে সুহেলের সঙ্গে একই গ্রামের এহিয়া আহমদের কথা কাটাকাটি হয়। এর জেরে পরদিন সকালে থানায় লিখিত অভিযোগ করেন সুহেল। অভিযোগের পরদিন ৩০ জুন বিকালে অভিযুক্ত এহিয়া ও তার স্বজনরা ধারালো অস্ত্র নিয়ে সুহেল ও তার ছোট ভাই তারেকের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার) সকালে মৃত্যু হয় তার।

নিহতের চাচা আব্দুল গফুর জানান, তারা হাসপাতালে ব্যস্ত থাকায় হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি। তবে জানাজা ও দাফনের পর মামলা করার কথা জানান তিনি।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভু্ক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’