শেরপুরে বিএনপির ৫ উপজেলা, ৪ শহর কমিটি বিলুপ্ত ঘোষণা


শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভায় দলটির ৫টি উপজেলা ও ৪টি শহর কমিটি মিলিয়ে মোট ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে শহরের জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভায় কমিটি বিলুপ্তির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে রাতেই ফেসবুকে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিএনপির উপজেলা ও শহর কমিটিগুলো গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাশেষে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ। সাংবাদিকদের তিনি বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে জেলার বিএনপির উপজেলা ও পৌর শহর বিএনপির নয়টি ইউনিটের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত এসব ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে দলের ত্যাগী, দায়িত্বশীল, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী নেতারাই স্থান পাবেন। কোনো চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ বালু ব্যবসায়ী, চোরাকারবারি, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে নাই—এমন কেউ স্থান পাবে না।’
সভায় সভায় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সদস্য মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, মো. আবু রায়হান রূপন, মো. কামরুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।
গত ৫ জুন অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং এ বি এম মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব করে কেন্দ্র থেকে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির এটিই ছিল প্রথম বর্ধিত সভা।