অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের নিহতের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শাখিউল আজম।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার পাকশী রেলওয়ের এমএস কলোনির ৯ নাম্বার বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল মাতব্বর (৪৫) ও এমএস কলোনির দুলাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৩৬)।

ইন্সপেক্টর শাখিউল আজম বলেন, ‘আয়নুল মাতব্বর অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে গিয়ে ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই প্রাণ হারান।’

এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।