ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁওয়ে অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক


ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারি পরিচালক তানজির আহমেদ জানান, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী মো. আব্দুল হামিদের অভিযোগের প্রেক্ষিতে দুদক এই ফাঁদ মামলা পরিচালনা করে।
তিনি জানান, আব্দুল হামিদ অবসরকালীন সুবিধা পেতে ৫ ফেব্রুয়ারি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট কার্যালয়ের অডিটর মো. হান্নান ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন, যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়।
তিনি বিষয়টি দুর্নীতি দমন কমিশন, ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে, কমিশন ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, আব্দুল হামিদ চাহিদার ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা নগদ দেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা মো. হান্নানকে আটক করে। একইসাথে এই কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামানকেও আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে দুদক জানায়।