শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৮ কারখানায় ছুটির ঘোষণা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৮ কারখানায় ছুটির ঘোষণা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জের ধরে আটটি পোশাক কারখানায় একদিনের জন্য ছুটির ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে এর আধ ঘণ্টার মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে যানবাহন চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনে। 

সোমবার (১৭ মার্চ) সকালে এই বিক্ষোভের জের ধরে আশপাশের আটটি কারখানা ছুটি ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণা করা পোশাক কারখানাগুলো হলো— রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যাস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

নগরের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টস কারখানা শ্রমিকদের অভিযোগ, কারখানায় কর্মরত তিন শতাধিক শ্রমিক মাসের বেতন ঠিকমতো পাচ্ছিলেন না। গত মাসের বেতন এখনও দেওয়া হয়নি। আবার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে। তাই বেতনের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

এলাকাবাসী জানায়, শ্রমিক বিক্ষোভের সময়ে ভোগড়া বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে বিক্ষোভ চলাকালে ইটপাটকেল ছুড়তে থাকে। এ কারণে কারখানাগুলোতে ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সড়কে নামার আধঘণ্টার মধ্যেই শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এ কারণে ৭-৮টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে ওই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।