অনলাইন যোদ্ধাদের সহযোগিতা চান তারেক রহমান


অনলাইন যোদ্ধাদের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের অস্তিত্ব, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির এখন অনলাইনের যোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন।’
সোমবার (১৭ মার্চ) বিকেল ৪টা গুলশান-২ হোটেল লেকশোরে অনলাইন এ্যাক্টিভিস্টদের সন্মানার্থে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ১/১১র মতো মিডিয়া ট্রায়েলের মুখে ফেলা হচ্ছে বিএনপিকে।’
সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পেয়েছে ততবারই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। নতুন ভেটারদের কাছে যেতে হবে, এগুলো জানাতে হবে। ৩১ দফা সম্পর্কেও জানাতে হবে।’
তারেক বলেন, ‘যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে সেই নির্বাচন চায় বিএনপি। জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব।’
অনলাইন এক্টিভিষ্টদের যুক্তি তর্ক দিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্র মেরামতের পরিকল্পনা আড়াই বছর আগেই দিয়েছে বিএনপি। মতপার্থক্য থাকতেই পারে।’