শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম
শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২৮ জন শিক্ষার্থীকে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট সাপেক্ষে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

সোমাবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
 
সিন্ডিকেট সূত্রে জানা যায়, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড তাজমেরী এস ইসলাম প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।