1. হোম
  2. রাজধানী

ঢাকায় বাড়ছে শীতের আমেজ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
ঢাকায় বাড়ছে শীতের আমেজ

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতের আমেজ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আবহাওয়া দপ্তর থেকে দেওয়া পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ প্রধানত মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দৃশ্যমান হতে পারে।

বাতাসের গতিপ্রকৃতি নিয়ে বলা হয়েছে, আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দুপুরের দিকেও রোদের তেজ কম অনুভূত হতে পারে।

আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ, যা বাতাসে জলীয় বাষ্পের অধিক উপস্থিতিকে নির্দেশ করছে।

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাস অনুযায়ী, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে নদী অববাহিকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বর্তমানে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে সড়ক ও নৌ-পথে চলাচলের সময় সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।