Daily Bangla Post
  1. হোম
  2. রাজধানী

নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে টিপু মোল্লা (৫৭) নামের এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে খবর পেয়ে উত্তর বাসাবোর ৫৫/২ নম্বর একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে ঠিকাদারের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টিপু মোল্লা সবুজবাগের উত্তর বাসাবো ৫৭ নম্বর বাসার মৃত ইয়াদ আলী মোল্লার ছেলে।

এসআই আজিজুল হক জানান, ঠিকাদার টিপু মোল্লার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এখন দুটি বিষয় খতিয়ে দেখছে- তিনি কি ওপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন না কেউ তাকে হত্যা করে ওই ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে টিপু মোল্লার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।