হাদির ওপর হামলা
হামলাকারীর ছবি বিশ্লেষণে মিলল গা শিউরে ওঠা তথ্য
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিতে আহত হয়েছেন।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সূত্রে জানা গেছে, হামলার আগে ওই ব্যক্তি গত ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারেও উপস্থিত ছিলেন এবং হাদির পাশে বসে আলোচনা শোনার পরে ছবি তোলেন।
ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্ট জানিয়েছে, ‘গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির ছবি, হাদির নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তির ছবি এবং কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজের ছবি তুলনা করে দেখা গেছে, এ তিনটি ঘটনার ব্যক্তি একই।’
তারা আরও জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তির পরিচয় ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ খান) হিসেবে শনাক্ত হয়েছে।’
ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ও আদাবর ছাত্রলীগের সাবেক নেতা। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকা ছবি এবং বিশেষ ডিজাইনের ঘড়ি সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলে যাচ্ছে।
২০২৪ সালে মোহাম্মদপুরের একটি অফিসে ১৭ লাখ টাকার ডাকাতির প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, ফয়সাল করিম ৯ ডিসেম্বরের সভায় ওসমান হাদির ঠিক পাশে বসে ছিলেন। তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের অনুসারী হিসেবে পরিচিত।
ঢাকা মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথভাবে হামলার ঘটনায় অভিযানে নামে। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।
বিপি/ এএস
