কেরানীগঞ্জের বহুতল ভবনে অগ্নিকান্ড
২০ ইউনিটের ৯ ঘণ্টার প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে
৯ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এলো কেরানীগঞ্জের ‘জাবালে নুর টাওয়ার’-এর আগুন। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণের জন্য।
শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান।
তিনি বলেন, অগ্নিদুর্ঘটনা কবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত। কিন্তু এগুলোর বেইজমেন্ট ১টি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলার বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লেগেছে।
তিনি আরও বলেন, প্রচুর ধোঁয়ার কারণে ৩টি ব্রিদিং টেন্ডার, ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ এখন মোট ২০টি ইউনিট আগুনে কাজ করছে। ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মোট উদ্ধার ৪৫ জন।
এর আগে শনিবার সকাল ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।
নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে ভবনে বসবাসকারীদের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
