বায়রা নির্বাচন: ভোটার নিবন্ধন শেষ ১৮ নভেম্বর
দেশের আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সিগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আল মামুনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট বায়রা নির্বাচন বোর্ড গত ২৯ অক্টোবর ২০২৫ নির্বাচনের তপশিল ঘোষণা করে।
ট্রেড অর্গানাইজেশন রেগুলেশনস ২০২৫-এর আওতায় এবারই প্রথমবারের মতো বায়রার সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে পদাধিকারীদের নির্বাচন করবেন—যা সংগঠনের নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, সদস্যরা ২৭ সদস্যের একটি নির্বাহী কমিটি নির্বাচিত করতেন এবং সেই কমিটির সদস্যদের মধ্য থেকেই ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পদাধিকারীরা নির্বাচিত হতেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, ভোটার নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর ২০২৫, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর ২০২৫।
মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের সময়সীমা ৩ থেকে ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বায়রার বর্তমান নিবন্ধিত সদস্য সংখ্যা ২,৩২৬, সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও খবর
যাত্রীদের জন্য বিশেষ বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় যাত্রী আটক
বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে আসছে কঠোর শাস্তির বিধান
এবার এয়ারবাসের ‘ডিপ্লোম্যাটিক লবিং’, ঢাকা মিশনে ৪ কূটনীতিক
ঢাকায় যাত্রা শুরু হলো সাউদিয়া এয়ারলাইন্সের সিটি টিকেটিং অফিসের কার্যক্রম