এবার সামনে আসছে অ্যান্ড্রয়েড পিসি


অ্যান্ড্রয়েড-ভক্তদের জন্য বিশেষ আদলের কম্পিউটার আনতে চলেছে গুগল। আগামী বছরের মধ্যে অ্যান্ড্রয়েড কম্পিউটার তৈরি করবে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। নির্মাতা ফোনের পর এবার অ্যান্ড্রয়েড কম্পিউটার উদ্ভাবনে পরিকল্পনা করেছে।
নতুন ধারার ডিভাইস প্রকাশ করে আরেকবার সবাইকে চমকে দেওয়ার পরিকল্পনা করছে গুগল। আগামী বছর থেকেই আগ্রহীরা এই পিসি কেনার সুযোগ পাবেন বলে ধারণা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই অ্যান্ড্রয়েড কম্পিউটারে কী কী সুবিধা থাকবে, দাম কেমন হবে– এমন প্রশ্ন আসা স্বাভাবিক। ইতোমধ্যে এমন খবরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে চলতি বছরের কোয়ালকম স্ন্যাপড্রাগন সম্মেলনে অ্যান্ড্রয়েড পিসি উন্নয়নের কথা আলোচনায় আনে গুগল ডেভেলপ টিম।
বর্তমানে একে উদ্ভাবনী পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি।
পিসি উন্নয়নের গুঞ্জন নিয়ে কথা বলেছেন অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের সভাপতি সমীর সামাত। ক্রোম অপারেটিং সিস্টেমের সঙ্গে কীভাবে অ্যান্ড্রয়েড কম্পিউটার পরিচালিত হবে, তা সর্বশেষ কোয়ালকম সম্মেলনে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেন। সমীর সামাত বলেন, আমরা এখন ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি। সেই অর্থে অ্যান্ড্রয়েড উদ্ভাবিত পিসি তার চেয়ে অনেকাংশে আলাদা ও আধুনিক হবে। যেহেতু স্মার্টফোনের কারণে সংশ্লিষ্ট প্রযুক্তির সঙ্গে সবাই মানিয়ে নিয়েছেন, তাই সহজেই এটি পরিচালনা করা যাবে।
প্রত্যাশা রয়েছে, আগামী বছরের মধ্যে অ্যান্ড্রয়েড পিসি তৈরির প্রক্রিয়া অনেকটাই শেষ করতে পারব। ইতোমধ্যে অত্যাধুনিক এই গেজেটের নমুনা দেখেছেন কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো আমন। অ্যান্ড্রয়েড পিসিকে অদ্ভুত বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে সমীর সামাত বলেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কৃত্রিম মেধাকে (এআই) যুক্ত করতে গবেষণা করছে গুগল। শুধু পিসি নয়, অ্যান্ড্রয়েড ঘরানার ল্যাপটপ উন্নয়নের পরিকল্পনা রয়েছে।