এআই না জানলে চাকরি থাকবে না: মাইক্রোসফট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ জুলাই ২০২৫, ১১:১৩ এএম
এআই না জানলে চাকরি থাকবে না: মাইক্রোসফট
ছবি : সংগৃহীত

সম্প্রতি মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে। এ নিয়ে চলতি বছরে কয়েক ধাপে ১৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। যার প্রভাব সারা বিশ্বের ৪ শতাংশ তথ্যপ্রযুক্তি কর্মীর উপরে সরাসরি পড়েছে। তবে এটি মোটেই সুখবর নয়।

চাকরির বাজারে মানুষের প্রয়োজনীয়তা এবং তাদের জ্ঞান ও কাজের দক্ষতা কতটুকু মূল্যায়ন হচ্ছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ মাইক্রোসফট শুধু যে ছাটাই করছে তা নয়, অন্য কর্মীদের এআই শেখাও বাধ্যতামূলত করছে।

ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটিতে কাজ করা অন্য কর্মীদের বার্তা পাঠিয়ে জানিয়েছে, এআই শেখা এখন আর বিকল্প নয়, প্রতিটি কর্মীর জন্য তা আবশ্যিক। কর্মীদের দক্ষতা মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হবে। এমনকি এরই মধ্যে তারা মানুষের পরিবর্তে এআইকেই তাদের প্রতিষ্ঠানে কাজে লাগাচ্ছে বেশি।

৯ হাজার কর্মী ছাটাইয়ের এর পরই টেক জায়ান্ট জানিয়ে দিল এআই সংস্থার ৫০০ মিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৬ হাজার ৭৮৪ কোটি টাকা। কেবল গত বছরের হিসেবেই এই পরিসংখ্যান বলে জানিয়েছেন সংস্থার মুখ্য কমার্শিয়াল অফিসার জুডসন অ্যালথফ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পণ্যের জন্য কোড লেখার ক্ষেত্রে ৩৫ শতাংশ কোড এআই লিখছে। এমনকি এতে কাজ এগোচ্ছে আরও দ্রুতগতিতে। উপভোক্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে ছোটখাটো ক্লায়েন্টের সঙ্গে কাজের ব্যাপারেও এআইয়ের উপরই নির্ভর করতে শুরু করেছে মাইক্রোসফট। এতেও লাভের অঙ্ক বাড়ছে। অর্থাৎ সামগ্রিকভাবেই এআইয়ের কাজে সন্তুষ্ট ‘বস’ মাইক্রোসফট।

শুধু মাইক্রোসফটই নয়, সিলিকন ভ্যালি জুড়েই এমন প্রবণতা লক্ষ করা যাচ্ছে। অটোমেশন এবং এআইয়ের দিকে ঝুঁকছে প্রায় সবাই। ফলে একটা বিপণ্ণ সময়ের আঁচ পাচ্ছেন ওয়াকিবহাল মহল। এআই গবেষকদের দাবি, ২০৪৫ সালের মধ্যেই মানুষের প্রায় সব কাজই কেড়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।