টেসলার নতুন এসইউভি ‘ওয়াই’, কী থাকছে গাড়িতে


বিলাসবহুল গাড়ি টেসলা বাজারে আনছে নতুন এসইউভি মডেল ‘ওয়াই’। ওয়াই একটি বড় আপডেট নিয়ে আসতে পারে। তাতে থাকছে অত্যাধুনিক সব ফিচার, যা ব্যবহারকারীদের মুগ্ধ করবে।
নিয়ে আসতে পারে। তাতে থাকছে অত্যাধুনিক সব ফিচার, যা ব্যবহারকারীদের মুগ্ধ করবে।
একটি নতুন চেহারা আরও ভালো সাসপেনশন ও নতুন ইন্টেরিয়র থাকবে এই গাড়িতে। ভারতে নতুন মডেল ওয়াইয়ের রেঞ্জ ৭০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। গাড়িটির সামনের অংশ আলাদা ও অভ্যন্তরীণ অংশে একটি বড় টাচস্ক্রিন ও পেছনের যাত্রীদের জন্য আলাদা স্ক্রিন রয়েছে।
অল হুইল ড্রাইভ ডুয়াল মোটর পাওয়া যাবে। এমনকি সিঙ্গল মোটরটিও খুব দ্রুত গতির হবে, ০-১০০ কিমি গতি তুলতে ৫ দশমিক ৯ সেকেন্ড সময় নেবে এই গাড়ি। অন্যদিকে অল হুইল ড্রাইভ ৪ দশমিক ৩ সেকেন্ড ১০০ কিমি পর্যন্ত গতি তোলার একটি সুপারকার হবে। সুপারচার্জিং স্পিড চার্জিং সুবিধা পাবেন। ১৫ মিনিটের চার্জে প্রায় ২৬৫ কিলোমিটার চালাতে পারবেন।
নতুন এই গাড়িতে ১৫ দশমিক ৪ ইঞ্চি ফ্রন্ট টাচস্ক্রিন, ৮ ইঞ্চি রিয়ার স্ক্রিন, টেসলা ভিশন ক্যামেরাভিত্তিক অটোপাইলট সিস্টেম পাবেন। উন্নত ওয়াই-ফাই, ব্লুটুথ ও কল কোয়ালিটি, নতুন ফ্রন্ট-ক্যামেরা, স্প্রে ক্লিনার পাবেন টেসলার নতুন এসইউভি মডেল ওয়াইতে।
দুটি ভ্যারিয়েন্টে আসছে গাড়িটি। আরডব্লিউডি এবং লং রেঞ্জ এডব্লিউডি। এর দাম আন্তর্জাতিক বাজারে যথাক্রমে ৩৫ হাজার ৯০০ ডলার এবং ৪১ হাজার ৪০০ ডলার। ২০২৫ সালের প্রথমার্ধে চীন, ইউরোপের বিভিন্ন দেশ ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়েছে গাড়িটি।
সূত্র: দ্য ভার্জ