লেভানডোভস্কির মাইলফলক ছোঁয়ার ম্যাচে বার্সার জয়
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে একশ গোলের মাইলফলকে নাম লিখলেন রবার্ট লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকার জোড়া গোল করে ফরাসি দল ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে জেতান বার্সেলোনাকে।
গোলকিপার মার্কো বিজোতের ফাউলের শিকার হয়ে লেভানডোভস্কি বার্সাকে এগিয়ে দেন। দশম মিনিটে পেনাল্টি স্পট থেকে করেন গোল।
স্বাগতিকরা লিড বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকও সামলাতে হয়েছে তাদেরকে।
শেষ পর্যন্ত স্বস্তি ফেরানো গোলের দেখা পেয়েছে কাতালান জায়ান্টরা। ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দানি ওলমো দ্বিতীয় গোল করেন। তারপর লেভানডোভস্কি ব্রেস্তের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এই জয় পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া বার্সাকে ৩৬ দলের টেবিলে দ্বিতীয় স্থানে তুললো। ইন্টার মিলানের চেয়ে এক পয়েন্ট পেছনে এবং তিনে থাকা লিভারপুলের সঙ্গে সমতায়। বুধবার রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে অলরেডরা। ব্রেস্ত ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে।