আমন সংগ্রহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি স্থগিত

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
আমন সংগ্রহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি স্থগিত
ছবি : সংগৃহীত

সরকারি পর্যায়ে আমন সংগ্রহ কর্মসূচি  নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে খাদ্য মন্ত্রণালয় এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত করেছে।

সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি পর্যায়ে আমন সংগ্রহ অভিযানে খাদ্য অধিদপ্তরের এলএসডি, সিএসডি ও সাইলোগুলতে দায়িত্বরত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আসন্ন মৌসুমে আমন সংগ্রহের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন এবং সংগ্রহ অভিযান নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এলএসডিগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিএসডিগুলোর ব্যবস্থাপক এবং সাইলোগুলোর সাইলো অধীক্ষকদের বদলি বা পদায়ন স্থগিত থাকবে।

কেবল অবসর ও মৃত্যুজনিত কারণে কোন পদশূন্যতা সৃষ্টি হলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এসব কর্মকর্তাদেরকে বদলি বা পদায়ন করা যেতে পারে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।