সুখবর পেলেন নারী দলের ক্রিকেটাররা
                                
                                                                    বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক। দায়িত্ব নিয়েই নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) বোর্ড সভায় নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাস হয়েছে।
নতুন কাঠামোতে টাইগ্রেসদের সর্বোচ্চ বেতন করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। আর সর্বনিম্ন ৮০ হাজার টাকা। ১৫ ক্রিকেটারকে চার ক্যাটাগরিতে ভাগ করে এই বেতন কাঠামো কার্যকর করা হয়। আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো বহাল থাকবে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ৭০ হাজার টাকা। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকা–ই রাখা হয়েছে। চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের বাইরে থেকে কেউ জাতীয় দলে এলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক মাসে বাড়তি পাবেন ২০ হাজার টাকা।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।
‘বি’ ক্যাটাগরিতে আছেন– ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটার একজনই– স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে– সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশিকে।
