জকসুর তপশিল ঘোষণা বুধবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (জকসু) তপশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামীকাল বুধবার।
মঙ্গলবার (০৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তিনি বলেন, আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করব। আমরা তপশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।
বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাওয়া বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা তাদের তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো কথা বলা সমীচীন মনে করছি না। এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খচড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়।
আরও খবর
জবিতে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ
নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন
সোমবার থেকে খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জাবিতে মধ্যরাতে উচ্চশব্দে গান, বন্ধ করতে বলায় প্রক্টরকে হুমকি