আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন

Staff Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:০২ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন
ছবি- সংগৃহীত

গুঞ্জন ছিল আগেই। অবশেষে এলো সেই গুঞ্জনের সত্যতা জানান দিলেন সাবেক কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন নিজেই। জানিয়ে দিলেন নিজের বিদায়বার্তা।

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন তিনি। শনিবার নিজের এই সিদ্ধান্তের কথা উইলিয়ামসন জানিয়ে দেন নিজেই। মূলত টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই কিউই দলপতি।

৩৫ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে অনেকদিন ধরে খেলেছি এবং দারুণ সব স্মৃতি রয়েছে। কিন্তু এখন সরে দঁড়ানোর সঠিক সময় এসেছে। এতে দল সামনে যে সিরিজ ও বিশ্বকাপ পরিকল্পনা করবে সেখানে স্পষ্টতা তৈরি হবে। আমি দলের এই যাত্রাকে দূর থেকে উপভোগ করবো।’

তিনি আরও বলেন, ‘পরিবার, সময় ও আন্তর্জাতিক ক্রিকেট —এই ব্যালান্সটা করা খুবই কঠিন। তাই এখন আমাকে ফোকাস সরিয়ে টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতে হবে।’

২০১১ সালে অভিষেকের পর উইলিয়ামসন নিউজ্যিলান্ডের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন ৯৩টি। করেছেন ২ হাজার ৫৭৫ রান, গড় ৩৩.৪৪। ব্যাট হাতে রয়েছে তার ১৮টি ফিফটি। সর্বোচ্চ স্কোর ৯৫ রান। আর নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন মোট ৭৫ ম্যাচে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন উইলিয়ামসন। ২৬ নভেম্বর নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে প্লাংকেট শিল্ড ম্যাচ দিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন তিনি।