মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:৩১ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
বিজিবি সদস্য আকতার হোসেন। ছবি- সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আকতার হোসেন মারা গেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯ দিন  চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজু আমতলী বিওপির নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি আজ সন্ধ্যায়  নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, ১৯ দিন চিকিৎসার পর ঢাকার সিএমএইচে শুক্রবার দুপুরে আকতারের মৃত্যু হয়। আগামীকাল (শনিবার) হেলিকপ্টারে তার মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে এবং সেখানে জানাজার পর যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হবে।

এর আগে, গত ১২ অক্টোবর দুপুরে দায়িত্বকালীন অবস্থায় মিয়ানমারবর্তী সীমান্তের ৪১নং পিলারের কাছাকাছি স্থানে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আকতার হোসেন। এ সময় তার ডান পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন ১৩ অক্টোবর রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য আকতারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।