শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ নারী দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের চারদলের তিনটি নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। বাকি স্থানটির জন্য লড়ছে পাঁচটি দল, যেখানে আছে বাংলাদেশও। পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশের জন্য আজ অগ্নিপরীক্ষা। 

সোমবার (২০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে টিকে থাকবে সেমিফাইনালের লড়াইয়ে, কিন্তু হারলেই শেষ স্বপ্ন।  

নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। বাকি আর একটা স্থানের জন্য লড়াইয়ে বাকি পাঁচ দেশ। গতকাল ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় পাঁচ ম্যাচে এক জয়ে মাত্র ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশও এই লড়াইয়ে টিকে আছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের মেয়েদেরকে। এক ম্যাচে হারলেও বাদ।

শ্রীলঙ্কা ও ইন্ডিয়াকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। এই পয়েন্টে সেমিফাইনালের নিশ্চয়তা নেই। এক্ষেত্রে বেশকিছু সমীকরণ মিলতে হবে টাইগ্রেসদের পক্ষে।

এআর