ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম

Bangla Post Desk
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত:১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম
ওয়ানডে দলে যুক্ত হলেন নাসুম
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে নাসুম আহমেদকে যুক্ত করা হয়েছে। সবশেষ প্রায় এক বছর আগে ওয়ানডেটি খেলেছিলেন বাঁহাতি এই স্পিনার।

রোববার (১৯ অক্টোবর) বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে নাসুমকে দলে নেয়ার কথা জানায়। তিনি যোগ হওয়ায় বাংলাদেশের স্কোয়াডের আকার বেড়ে দাঁড়াল ১৭। সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

২০২২ সালে অভিষেক হওয়া নাসুম এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলেছেন। ৪১.১৩ গড়ে ১৬ উইকেট শিকার করেছেন। একই সঙ্গে ব্যাট হাতে ১৮৬ রান করেছেন।

গত ১৬ অক্টোবর দল ঘোষণা করেছিলো বিসিবি। আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েন নাইম শেখ ও নাহিদ রানা। আর দলে ঢুকেন সৌম্য সরকার, প্রথমবার ওয়ানডে দলে ডাক পান মাহিদুল ইসলাম অঙ্কন। সৌম্য শেষবার ওয়ানডে খেলেছেন গত ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এনসিএলে ৬ ম্যাচে ১৭৮ রান করেছিলেন তিনি।

গত বছর টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া অঙ্কন ওয়ানডের দরজা খুলেন ৯৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪৪.৫৩ গড়ে ৩ হাজার ৪২৯ রান দিয়ে। ৪টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৮টি হাফসেঞ্চুরি। ওয়ানডে অভিষেকে ৭৬ বলে ৪৬ রান করেন তিনি।

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।