‘নির্বাচন নিয়ে সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২০ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম
‘নির্বাচন নিয়ে সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি- সংগৃহীত

নির্বাচন নিয়ে সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি ট্রেনিং, সেটার অগ্রগতি কতটুকু হলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিডিউলে মধ্যে যেন প্রস্তুতিটা শেষ করতে পারি।

বডি ক্যামেরা কেনার কি অবস্থা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন না যে বাজারে গেলাম কিনে নিয়ে আসলাম। এ জন্য যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী কিনা হবে। আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনেরা জানেন কিভাবে। তবে ৪০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এরপর আর নেগোসিয়েশন হবে তখন দাম নির্ধারণ হবে। এটা নিয়ে দামাদামি হবে তারপর একটা মূল্যে আনা হবে।

নির্বাচনের আর মাত্র চার মাস বাকি এ সময়ের মধ্যে পুলিশ প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন করতে পারবে বলে আপনি মনে করেন কিনা?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শক সম্প্রতি একটা সাক্ষাৎকারে তার সক্ষমতার কথা বলেছেন, ওনি পারবে সেটা বলেছেন। আমাদের পক্ষে নির্বাচন করা কোনো ধরণের সমস্যা হবে না।

নির্বাচন নিয়ে কোনো কোনো জায়গায় সংশয় বা চ্যালেঞ্জ আছে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই ট্রেনিং সিস্টেম, এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এ বছর সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ ছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের দূরে রাখার চেষ্টা করছি।

সম্প্রতি আইজিপি বলেছেন, সঠিক সময়ে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে? সেক্ষেত্রে আপনি কি ঝুঁকি দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইজিপি যদি বলে থাকে আমি সেটা সার্পোট করবো। আর বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব আছে। বহু ধরনের ঝুঁকি থাকতে পারে। কোনটা বলবো।