বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজিগুলো পাবে আয়ের ভাগ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজিগুলো পাবে আয়ের ভাগ
ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। তার আগে আগামী ১৭ নভেম্বর ১২তম আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত আসর নিয়ে ব্যাপক বিতর্ক হওয়ায় এবারের আসর সামনে রেখে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে ৩ বছরের চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে এবারের আসর আয়োজনের পথে হাঁটছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বিশ্বের অন্যতম পুরনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হওয়া সত্বেও বিপিএল আশানুরূপ জনপ্রিয়তা পায়নি। এর পেছনে দায়ী অবশ্য বিসিবির নীতিই। 'ফ্র্যাঞ্চাইজি' নিয়ে স্থায়ী কোনো নীতি না থাকায় প্রতি আসরেই জটিলতা তৈরি হয়। গত আসরে বিতর্ক অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিক্রিতে নীতি না মানার অভিযোগ উঠেছিল তখন। পরবর্তীতে খেলোয়াড় ও স্টাফদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিপত্তিতে ফেলে দেয় বিসিবিকে। তাই এবার সতর্ক দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

এবারের বিপিএলে দল নিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে দিতে হবে ২ কোটি টাকা। প্রতিবছর যা বাড়বে ১৫ শতাংশ হারে। এছাড়া ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে ১০ কোটি টাকা।

বিপিএলে বাড়ছে প্রাইজমানির পরিমান। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। বিপিএল থেকে হওয়া আয়েও ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভাগ দিতে রাজি বিসিবি। টিকিট, টিভি রাইটস থেকে ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের ৩০ শতাংশ অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।

এবার ৫ দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। এর মধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেয়া হবে ৫ বছরের জন্য।